সাংবাদিক শামীম আহম্মদের উপর হালমার ঘটনায় ভান্ডারিয়া সাংবাদিকদের তীব্র নিন্দা প্রতিবাদ

বরিশালে কর্মরত দৈনিক যুগান্তরের সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহম্মেদ এর পেশা গত দ্বায়িত্ব পালনে বাধা ও তার উপর অন্যায় ভাবে নির্যাতনের জন্য তীব্র নিন্দা এবং এর সাথে জড়িত প্রতক্ষ্য বা পরোক্ষ্যদের দৃষ্টান্ত মূলক সাস্তির দাবি জানান পিরোজপুরের ভা-ারিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ। পরাধীন আমলের ঘটনা যদি স্বাধীনতার ৪৭বছর ঘটে তা হলে পরাধীনাতা আর স্বাধীনতার পার্থক্য রইল কোথায় ! যেখানে সাংবাদিকদের পেশা গত দ্বায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের সহযোগিতা করার কথা সেখানে যদি উল্টে তার বিপরীত হয় সেটা অত্যন্ত দুঃখ জনকও বটে। তাই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভা-ারিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভা-ারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমান, সহ-সভাপতি ও দৈনিক সমকালের মো. রিয়াজ মাহম্মুদ মিঠু, কোষাধ্যক্ষ ও দৈনিক মতবাদের শঙ্কর জীৎ সমদ্দার বিজয় টেলিভিশনের পিরোজপুর প্রতিনিধি সামসুল ইসলাম আমিরুল, মাছরাঙ্গার আল আমীন ওমর, খবর পত্র ও পিরোজপুর কণ্ঠের হাসান ইমাম পান্না ’৭১টেলিভিশনের ভা-ারিয়া উপজেলা প্রতিানিধি মো. তরিকুল ইসলাম শামীম সহ অন্যান্য জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ।

তথ্য: পিরোজপুর টাইমস।