পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরশহরের ভূবনেশ্বর খালে নির্মিত অপরিকল্পিত স্লুইজগেট অপসারণ ও পাতলাখালী খাল খননের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শহীদ মিনার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতা কর্মী ছাড়াও সংহতি প্রকাশ করে অংশ নেন মুক্তিযোদ্ধা, স্থানীয় বাজার সুরক্ষা কমিটি,নারী মুক্তি সংসদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। মানবন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলার প্রধান সংগঠক,খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ওয়ার্কার্স পার্টি ভা-ারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, নারী মুক্তি সংসদের আহবায়ক খান নাজনিন আক্তার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা জেলার সভাপতি মো.,মুক্তিযোদ্ধা আবদুল জলিল মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. ছগির হোসেন পোদ্দার, ছাত্র মৈত্রীর আহবায়ক মো. মিঠু তালুকদার প্রমূখ।