মঠবাড়িয়ায় ২৮৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেছেন। ১৮ এপ্রিল মঙ্গলবার জনশুমারী ও গৃহ গণনার জন্য স্মার্ট নাগরিক গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায় (নবম ও দশম শ্রেণী) মেধাবী শিক্ষাথীদের মাঝে এ ট্যাব বিতরণ করেছেন। উপজেলা পরিসংখ্যান এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ মিলানায়তনে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমশিণার (ভূমি) সৈকত রায়হান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অলী আহাদ, মঠবাড়িয়া থনার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আবু হাসান শেখ, জুনিয়র পরিসংখ্যান সহকারি কর্মকর্তা মোঃ ইয়াকুব আলী, প্রভাষক মোতালেব হোসেন, প্রভাষক মোঃ ফারুক হোসেন, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমূখ।

 

উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আবু হাসান শেখ জানান, জনশুমারী ও গৃহ গণনার জন্য স্মার্ট নাগরিক গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার মাধ্যমিক ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৫ জন মেধাবী (নবম ও দশম শ্রেণী) শিক্ষাথীদের মাঝে এ ট্যাব বিতরণ করেছেন। প্রধান অতিথি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী বলেন, ডিজিটার বাংলার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলা গঠনের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সর্ব দিকে আধুনিকায়ন করতে হবে। এই ধারাবাহিকতায় জনশুমারী ও গৃহ গণনার জন্য স্মার্ট নাগরিক গঠনে উপহার হিসেবে মাধ্যমিক পর্যায় মেধাবী শিক্ষাথীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হচ্ছে।