মঠবাড়িয়ায় নানা আয়োজনে উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠান।

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১ লা বৈশাখ পালিত হয়েছে। বর্ষবরণ উপলক্ষে সকাল ৮ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুপ্ত সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়। মঙ্গল শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিল্পী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এতে অংশ গ্রহণকারিরা বাঙালীর ঐতিহ্য পাঞ্জাবী, গামছা, শাড়ী, লুঙ্গি পরিহিত করেন। ছোটরা তাদের মুখমন্ডলে বিভিন্ন আল্পণা এঁকে নেয়। হাতে বিভিন্ন প্লকার্ড-ফেস্টুন, অনেকে বিভিন্ন ধরনের মুখোশ ব্যবহার করে। ব্যান্ড পার্টির তালে-তালে শহরকে জানিয়ে দেয় বাঙালীর ঐতিহ্য যেন আমাদের মাঝ থেকে হারিয়ে যায়নি। মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম, সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, রিপোর্টার্স ক্লাব সভাপতি নাজমুল আহসান কবির, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশিদ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে আগের দিন ১৩ এপ্রিল সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, বাঙালীর ঐতিহ্য বর্ষ বরণ বা ১ লা বৈশাখ এর ধারা ধরে রাখতে ও পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থেউপজেলা প্রশাসন সল্প পরিসরে বর্ষবরণ অনুষ্ঠান করেছে। এ অনুষ্ঠানের মাধ্যমে আমারা আমাদের বাঙালীর ঐতিহ্য যুগে-যুগে ধরে রাখবো।