বিশ্বকাপ ফুটবল খেলার জের মঠবাড়িয়ায় ব্রাজিল সমর্থকদের হামলায় নারীসহ আর্জেন্টিনার ৪ সমর্থক আহত।

জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে ব্রাজিল সমর্থকদের হামলায় ১ বৃদ্ধ ২ নারীসহ অন্ততঃ ৪ জন আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত হয়েছেন। ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া-তুষখালী সড়কের পুরাতন ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। এসময় আবদুল কাদের (৬৫), তার ছেলে হানিফ (২০), পুত্রবধূ হাসি বেগম (২৫) প্রতিবেশী সাবিনা বেগম (৩৫) আহত হয়েছেন। এরা সকলেই উপজেলা ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা। আহত আবদুল কাদের ও হাসি বেগম জানান, বিশ^কাপ ফুটবল খেলা চলাকালীন সময় একই এলাকার স্বামী পরিত্যাক্ত শিমু ওরফে বুলির ছেলে শাওন ও তার স্বজন এবং বন্ধুরা ব্রাজিল সমর্থন করে। এদিকে হানিফ এর সুবাদে আমারা আর্জেন্টিনা সমর্থক করি।

শাওন (ব্রজিল) ও হানিফ (আর্জেন্টিনা) গ্রƒপের মধ্যে দ‘বার করে মারামারি হয়। মারারমারির ঘটনায় শাওনের মা শিমু ওরফে বুলি বাদি হয়ে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় ১১ এপ্রিল মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়ে বিকেলে বাড়ি ফেরার পথে ব্রাক অফিসের সামনে শাওন (ব্রজিল) সহ ৩৫ জন সন্ত্রাসী আমাদের গাড়ি আটকিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এব্যপারে সরেজমিনে গিয়েও শাওন (ব্রজিল) বা তার মা শিমু ওরফে বুলি বেগমের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম সলিম বলেন, শাওন ও তার মা শিমু ওরফে বুলি এলাকার চরম উশৃঙ্খল প্রকৃতির লোক। তাদের কঠিন শাস্তি হওয়া দরকার। এঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে আহত সাবিনা বেগম জানান।