কাউখালীর নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদ্রাসার ঢাকাস্থ প্রাক্তন ছাত্রদের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীর নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদ্রাসার ঢাকাস্থ  প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ঢাকা যাত্রাবাড়ী পশ্চিম ধোলাইপার আল-বাক্কা কর্পোরেশন (৩য় তলা) অডিটোরিয়ামে ১৩ রমজান শুক্রবার এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্রনেতা মাওলানা মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার প্রথম ব্যাচের মেধাবীমুখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা সদস্য, মাওলানা আবুল কালাম আযাদ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব হজরত মাওলানা আব্দুল মতিন সাহেব, পীর সাহেব, নাঙ্গুলী দরবার শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ছিটকী নেছারিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. ইদ্রিস মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মাওলানা মো. মোছাদ্দেক বিল্লাহ। বিশেষ আলোচক ছিলেন মাওলানা আবুল হাসান মো. নাসরুল্লাহ (এম.ফিল গবেষক), বর্তমান আরবি প্রভাষক ও প্রাক্তন ছাত্র, নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদ্রাসা। ঢাকাস্থ প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন তুখোড় ছাত্রনেতা মাওলানা নেয়ামত উল্লাহ, মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল, মাওলানা আবুল কালাম নেছারী, মো. এমদাদ প্রমূখ। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন মাওলানা মো. ইব্রাহীম খলিল, মাওলানা মো.সফিউল্লাহ তাওহীদ ও মো. হাবিবুল্লাহ তানভীর সহ মাদরাসার বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ ।