ইন্দুরকানীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে ৬ শিক্ষককে অব্যাহতি

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুৃরকানীতে দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে ৬ শিক্ষককে আগামী এক বছরের জন্য সকল প্রকার পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। টগড়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গত মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষার সময়ে সাথে মোবাইল রাখা ও কেন্দ্রের নিয়ম শৃংঙ্খলা ভংঙ্গের অভিযোগে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব আহম্মেদ অব্যাহতি প্রদান করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন। অব্যহতি পাওয়া ৬ শিক্ষক হলেন উপজেলার উত্তর কলারন দাখিল মাদ্রাসার আঃ হাফিজ খান, শহিদুল ইসলাম, পত্তাশী এস দাখিল মাদ্রাসার ইলিযাছ হোসেন, বিজিএস দাখিল মাদ্রাসার আনজুমান আরা, পত্তাশী হাসানিয়া দাখিল মাদ্রাসার মাশুরা বেগম ও বাটাজোড় আলীম মাদ্রাসার রোজীনা খানম।
টগড়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র সচিব সরোয়ার হোসেন এ ধরনের কোন ঘটনা তাঁর কেন্দ্রে ঘটে নাই বলে বিষয়টি এড়িয়ে যান।
উল্লেখ্য এই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।