মঠবাড়িয়ায় পরিবেশ দূষণে বাধা দেয়ায় মিথ্যা মামলাঃ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা গ্রামে পল্টিফার্মের বর্জ্য ফেলে এলাকার পরিবেশ দূষণ করার প্রতিবাদ করায় ওই পল্টিফার্মের মালিক কর্তৃক মিথ্যা মামলা দিয়ে প্রতিবেশীদের হয়রানীর অভিযোগ উঠেছে। ওই হয়রানী মামলায় অভিযুক্ত প্রধান আসামী প্রতিবেশী সাব্বির মৃধা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে মঠবাড়িয়া রিপোটার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় পল্টিফার্মের মালিক হেলাল মৃধা সমাজ ও পরিবেশ দুষণকারি আখ্যা দিয়ে সাব্বির মৃধা লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার মৃত. নূরুল হক মৃধার পুত্র হেলাল মৃধা বেশ কয়েক বছর ধরে পোল্ট্রি খামার করে পরিবেশ দুষণ করে আসছে। ফার্ম থেকে প্রতিনিয়ত মরা মুরগী ও মুরগীর বিষ্ঠা উন্মুক্ত নালা, পুকুর ও মাঠে ফেলে বাতাশ, পানি ও পরিবেশ দূষণ করে আসছে। এলাকাবাসি একাধিকবার মৌখিক নিষেধ ও সালিস বৈঠক করে নিষেধ করলেও ফার্মেও মালিক কোন কর্নপাত করেননি। এ ঘটনায় ওই এলাকার বাসিন্দারা গণ স্বাক্ষর করে উপজেলা সেনেটারী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা সেনেটারী কর্মকর্তা এহসান কবির সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এঘটনায় গত ৩০ জানুয়ারি  বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় হেলাল মৃধা ৩ ফেব্রুয়ারি আমাকেসহ তিন জনের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা দেয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ওই মামলার ২নং আসামী লাভিন এর মা আদুরী বেগম ও ৩নং আসামী লিটন ফরাজি।