কাউখালীতে অবৈধ জাল উদ্ধার।

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর মঙ্গলবার (১১ এপ্রিল) জাটকা সংরক্ষণের অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কচা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ দুইটি বেড় জাল ও পাঁচটি চরগরা জাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

 

পরে উদ্ধারকৃত জালগুলো কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আমাদের অভিযান চলমান থাকবে।