শিক্ষার্থীদের আন্দোলনের পর ভান্ডারিয়ায় অনার্স পরীক্ষা কেন্দ্র বহাল


ভাণ্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অনার্স (¯œাতক সম্মান) ১ম বর্ষের পরীক্ষা  অনুষ্ঠিত হলেও ভান্ডারিয়া সরকারি কলেজ, মজিদা বেগম মহিলা কলেজ এবং আমান উল্লাহ কলেজের ২য় বষের্র পরীক্ষা কেন্দ্র পিরোজপুর জেলা সদরে নির্ধারন করা হয়েছিল। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়লে ওই পরীক্ষা বহাল  ভা-ারিয়া বহালের দাবি জানিয়ে ভূক্তভোগি শিক্ষার্থীরা অব্যহতভাবে আন্দোলনে অংশ নেয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে  জাতীয় বিশ্ব বিদ্যাল কর্তৃপক্ষ গত ৪ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়  ওয়েভ সাইটে স্মারক নং জাতীয়বিঃ/পনি/অনার্স ২য় বর্ষ/২০১৮/৩৫/৯৬৯২  ভান্ডারিয়া সরকারি  কলেজ ও মজিদা বেগম মহিলা কলেজে  পরীক্ষার কেন্দ্র স্থাপন করার আদেশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ওই আদেশে পাশর্^বর্তী মঠবাড়িয়া উপজেলার দুটি কলেজ  মঠবাড়িয়া  সরকারি কলেজ ও ডা. রুস্তম আলী ফরাজী কলেজ ও ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সরকারি কলেজ ,মজিদা বেগম মহিলা কলেজ ও আমান উল্লাহ কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র ভা-ারিয়া পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে পরীক্ষা কেন্দ্র বহালের দাবি জানিয়ে গত ২৮ অক্টোবর  ভা-ারিয়া সরকারি কলেজের সামনের সহ অবরোধ কর্মসূচী পালনসহ বিভিন্ন কর্মসূচী পালন কের শিক্ষার্থীরা।

এ ব্যাপাওে ভা-ারিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ সিকদার জানান, ভা-ারিয়া থেকে প্রায় ২৫ কি.মি দুরে গিয়ে এবং ৩ কি.মি দীর্ঘ খড়শ্রোতা কঁচা নদী পার হয়ে ঝুকি নিয়ে পিরোজপুর জেলা সদরে গিয়ে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স (¯œাতক সম্মান) পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হত । ওই পরীক্ষা কেন্দ্র এখন ভা-ারিয়া বহাল রাখায় শিক্ষার্থীরা এবার দুর্ভোগের হাত থেকে রেহাই পেল।
এ ব্যাপারে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মো. মহসিন হোসেন বলেন, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের আবেদন  শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে জনস্বার্থে ভা-ারিয়ায় পরীক্ষা কেন্দ্র বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।