মঠবাড়িয়ায় ১ লা বৈশাখ পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা।

সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ লা বৈশাখ যথাযোগ্য মর্যদার পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সোমবার সকালে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে এ সভায় উপজেলার বিভিন্ন শিল্পী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম, সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, রিপোর্টার্স ক্লাব সভাপতি নাজমুল আহসান কবির, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশিদ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, রিপোটার্স ইউনিটি সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, উদীচীর সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, অংকন একাডেমী পরিচালক উথান মজুমদার, মৌসুমি শিল্পী গোষ্ঠী পরিচালক প্রতিভা মাহমুদ ফিরোজ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, বাঙালীর ঐতিহ্য বর্ষ বরণ বা ১ লা বৈশাখ এর ধারা ধরে রাখতে উপজেলা প্রশাসন সকাল ৮ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে। শিক্ষার্থীরা যেন ১ লা বৈশাখ উপভোগ করতে পারে সেজন্য ১ দিন আগে ১৩ এপ্রিল সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। তিনি আরও বলেন, পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমাদের সর্বাত্মক খেয়াল রেখে সকলকে পালনের আহŸবান জানান। একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শও দেন।