কাউখালীতে মাধ্যমিক স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ।

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে, বুধবার দুপুরে (৫ এপ্রিল) উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহ গণনার ব্যবহৃত ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা পলাশ কুমার রায়। উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ট্যাব দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মেধাবী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।