মঠবাড়িয়ার বলেশ্বর নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুর মঠবাড়িয়ায় বলেশ্বর নদে  ইলিশপোনা জাটকা এবং সামুদ্রিক মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায়, নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর মৎস্য আহরন উপকরন বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ এর নের্তত্বে মঠবাড়িয়া উপজেলা ও  পিরোজপুর জেলা মৎস্য বিভাগ আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালান। এ সময় বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, টানা বেলা জাল সহ আট লক্ষ টাকার জল জব্দ করে ক্ষতিকর মৎস্য উপকরন জব্দ করা হয়।
পরে বলেশ্বও নদির তিরে পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলেন। এ সময় বরিশাল বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা  আব্দুল বারি, উপজেলা মেরীন ফিসারিজ কর্মকর্তা নাছরিন বানু সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান তালুকদার জানান, দেশের সম্পদ রক্ষার ক্ষেত্রে ও সরকারি আইন রক্ষায় নিষিদ্ধ জাল ও উপকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।