ভান্ডারিয়া পৌরসভার মীরাবাড়ী পৌরমার্কেটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রীতি হা.ডু.ডু খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার পূর্ব ভান্ডারিয়া মীরাবাড়ী পৌর মার্কেট সংলগ্নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এক প্রীতি হাডুডু খেলার আয়োজন করা হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ,চট্রগ্রাম ও সৈয়দ মোস্তাফিজুর রহমান সেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মঈন। সভাপতিত্ব করেন সৈয়দ রফিকুল ইসলাম জাবির।
বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলন ছিলেন ১) মোঃ শাহ আলম হাওলাদার, ২)মোঃ মনির হাওলাদার, ৩) মোঃ হাফিজুর রহমান সুমন, সভাপতি, আওয়ামী শ্রমজীবী লীগ, বরিশাল মহানগর, ৪) আকিল আহমেদ সোহেল, যুগ্ম-আহবায়ক ভান্ডারিয়া পৌর যুবলীগ।
উক্ত খেলায় উত্তর একাদশ ও দক্ষিন একাদশ নামে দুটি দল অংশ গ্রহন করে। খেলায় চ্যাম্পিয়ান হয়েছে উত্তর একাদশ এবং রানার্সআপ হয়েছে দক্ষিণ একাদশ।
খেলা শেষে সৈয়দ মোস্তাফিজুর রহমান সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ হইতে পুরস্কার বিতরণ এবং ম্যান অব দ্যা ম্যাচ ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ চট্টগ্রাম এর পক্ষ হইতে পুরস্কার বিতরণ করা হয়।