পিরোজপুরে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

অনলাইন ডেস্ক   : মাদক থেকে দৃষ্টি ফেরাতে পিরোজপুর জেলা পুলিশ এর আয়োজনে ‘ফুটবল খেলতে মাঠে চলি- মাদকে না বলি’ শ্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে ‘‘পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯’’।
পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান এ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের অবহিত করণের লক্ষে শনিবার দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করে।

শনিবার দুপুর ১২ টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামের মিলনায়তনে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মওলা নকীব, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরী, পিরোজপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস.এম.তানভীর আহমেদ। মতবিনিময় সভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, মাদক থেকে দুরে রাখতে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে পুলিশ সুপার গোল্ডকাপের আয়োজন করা হয়েছে। এতে পিরোজপুরের ৭ টি উপজেলার ৭ টি ফুটবল দল ও পিরোজপুর জেলা পুলিশের ১ টি দল অংশগ্রহন করবে। ২ টি গ্রুপে বিভক্ত হয়ে ২১ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত খেলা চলবে।

তথ্য ও ছবিঃ আলোকিত মঠবাড়ীয়া