Update News

লাপাত্তা হওয়া সমবায় সমিতির মালিকদের ফিরিয়ে আনতে রাজাপুরে গ্রাহকদের সংবাদ সম্মেলন।

kalantor24

Jul 24, 2025

55

Missing image!

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিকপক্ষ প্রায় সাড়ে দশ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় তাদের ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনোরা, মনারা, কাজল, সাজেদা, পারভীন, মধুমালা, রেবা, মুকুল, রাবেয়া, ডলি, ঝুমুর, বিউটি, রিয়া ও কুরছিয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রাহকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পারভিন আক্তার। তিনি জানান, গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের এ প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন ওবায়দুল হক ননী, সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল নামের চার ব্যক্তি। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা প্রায় ছয় শত জন।

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানটির মালিকপক্ষ গত কয়েকমাস আগে গ্রাহকদের সকল টাকা ফেরত দেওয়ার জন্য মুনাফা ভিত্তিক টাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। গ্রাহকদের কাছ থেকে নেয়া মুনাফা ভিত্তিক টাকা বিভিন্ন ব্যবসার কাজে লাগানো থাকায় তা ফেরতের জন্য দুই বছরের সময় নেয়। কিন্তু গ্রাহকদের মধ্যে প্রভাবশালী একটি মহল তাৎক্ষণিক টাকা ফেরত চেয়ে চাপ প্রয়োগ করতে থাকে। প্রতিনিয়ত ভয়ভীতি দেখিয়ে ও চাপ প্রয়োগ করে বিনিয়োগকৃত ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে মালিকপক্ষকে এলাকা ছাড়তে বাধ্য করে প্রভাবশালীরা।”

তিনি আরও বলেন, “এতে অন্যান্য সাধারণ গ্রাহকরা বিপাকে পড়েছেন। মালিকপক্ষের সাথে যোগাযোগ করলে তারা এলাকায় ফিরে সকলের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। তবে তার জন্য কিছুটা সময় প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রাহকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা চাই মালিকপক্ষকে এলাকায় এনে পুনরায় কাজ চালু করে যেনো সকল গ্রাহকের টাকা ফেরত দেওয়া হয়, প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ করুক।”

Recent News

সব খবর