Update News

পিরোজপুরে নতুন যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ০৫ দিন মেয়াদী ওরিয়েন্টেশন র্কোস/২০২৫ এর সমাপনী ।

kalantor24

Jul 15, 2025

53

Missing image!

(অনলাইন ডেস্ক) মঙ্গলবার (১৫জুলাই ২০২৫ খ্রিঃ) পিরোজপুরে নতুন যোগদানকৃত  পুলিশ কনস্টেবলদের ০৫ দিন মেয়াদী ওরিয়েন্টেশন র্কোস/২০২৫ এর সমাপনী  অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়। 


অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মহোদয় নবনিযুক্ত পুলিশ সদস্যদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানের শেষে সনদপত্র প্রদান করেন।


পুলিশ সুপার মহোদয় বলেন, "পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে।" নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "সর্বদা সৎ ও নিষ্ঠার সহিত দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।" এছাড়াও পুলিশ সুপার মহোদয় সবাইকে ড্রেস রুলস অনুযায়ী সঠিকভাবে ইউনিফর্ম পরিধানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।


এসময় উপস্থিত  ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব  মোহাম্মদ আবদুল আউয়াল ,অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব মোঃ শাখাওয়াত হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান,সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব বায়োজীদ ইসলাম,  অফিসার ইনচার্জ পিরোজপুর সকল থানা, ট্রাফিক ইনচার্জ,কোর্ট ইন্সপেক্টর,আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্ট্রাফ সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Recent News

সব খবর