নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পে প্রশিক্ষণ শেষে মাঠ দিবসে সনদপত্র বিতরণ।

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে নিরাসল ভাবে কাজ করছে আইপিএম কৃষক মাঠ স্কুল। রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বদনীকাঠি গ্রামে আইপিএম কৃষক মাঠ স্কুলের ১৪টি সেশন শেষে মাঠ দিবস অনুষ্ঠানে ২৫ জন কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। নিরাপদ বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে আইপিএম স্কুল হাতে কলমে কৃষকদেরকে শিক্ষা প্রদান করা হয়েছে।

এই কৃষক মাঠ স্কুলের নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি যেমন ফেরোমাল ট্রাপ, হলুদ আঠালো ফাঁদ ট্রাইকোডামা সহ বিভিন্ন জৈব বালাইনাশক এর সাথে কৃষকদের পরিচিত করানো হয়।

রাজাপুর উপজেলা কৃষি অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক মো. রিফাত সিকদার।

 এসময় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন নেছা পাপড়ি, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল বসার জোমাদ্দার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান খান, কৃষকদের মধ্যে সাইদুর রহমান খান প্রমূখ।