ভান্ডারিয়া হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধণা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৬৮নং হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এসএমসির সভাপতি আফরোজা আক্তার মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমি শিক্ষা অফিসার অহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম মোল্লা, সমবায় কর্মকর্তা মোঃ মইনুল হাসান, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি নজরুল ইসলাম বিশ্বাস, শহিদুল আলম স্বপন সিকদার, প্রধান শিক্ষক সাইদুর রহমান সুমন, সহকারী শিক্ষিকা বাশন্তি রানী দে, সোনালী রানী প্রমূখ।