বন্দরটিলা নাজির আলীর বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা...!

বাবুল হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি : ১৩ নভেম্বর নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা (আয়শা বাপের)গলির শেষ প্রান্তে নাজীর আলী বাড়ি এলাকায় টিনসেট কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। (১৩নভেম্বর) সোমবার বিকেলে আনুমানিক সাড়ে চার টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে নিকটস্থ ইপিজেড ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে প্রায় এক থেকে দেড় ঘণ্টা নিরাপদ চেষ্টা করে অগ্নিনির্বাপণ করে। এসময় টিম লিডার জানান, খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে আমরা দক্ষিণ হালিশহরের একটি টিনসেট কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে কেউ হতাহত হয়নি, তবে কয়েকজন স্থানীয় জনতা আগুন নিভাতে সহায়তা করার সময় সামান্য আঘাত পান। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। প্রতিবেশীর সূত্রে জানা গেছে যে, অগ্নিকাণ্ডে ১৫-২০টি টিনসেট ঘর পুড়েছে।