ভান্ডারিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
আল আমীন আহমেদ ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহিদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, দপ্তর সম্পাদক এইচ এম মিরাজ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাইনুল হোসেন মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদোয়ান শিকদার রিসান, যুগ্ম আহ্বায়ক আল আমিন সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়।