ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত।
আল আমীন আহমেদ, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ “কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় ভান্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়।
থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের চেয়রম্যান সিদ্দিকুর রহমান টুলু, ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল করিম পান্না, পৌর কান্সিলর আঃ কাদের, গিয়াস উদ্দিন, ইউপি সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, গাজী বাবুল, সাইদুর রহমান আকন, ব্যাবসায়ী নজরুল ইসলাম বিশ^াস, প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক আল আমিন আহমেদ, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জমান তার বক্তব্যে বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন মাদক, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভ টিজিং, কিশোর গ্যাং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়।