রাজাপুরে প্রতিপক্ষের হামলায় পঙ্গু লিমনের বাবা আহত

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে র‌্যাবের গুলিতে পঙ্গু কলেজ ছাত্র লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেন আকনের (৫৫) ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৭ এপ্রিল রোববার দুপুরে লিমনের মা হেনোয়ারা বেগম রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। হামলার সময় তোফাজ্জেল হোসেনকে রক্ষা করতে গিয়ে তার ছেলে পঙ্গু লিমন, সুমন ও তার স্ত্রী হেনোয়ারা বেগমও মারধরের শিকার হয়েছেন। গুরুত্বর আহত তোফাজ্জেল হোসেন আকনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজাপুর থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার সাতুরিয়া গ্রামের ইব্রাহিম হাওলাদার, আব্দুল হাই, সোহরাব, কালাম, লিলি বেগমদের সাথে পঙ্গু লিমনদের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ জের ধরে মৃত রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার সহ প্রতিপক্ষরা ৬ এপ্রিল দুপুরে বিরোধীয় জমির বাঁশ কাটতে গেলে লিমনের বাবা তোফাজ্জেল বাধা দিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ও বাম বাহুতে রক্তাক্ত জখম করে গুরুত্বর আহত করে। তাকে রক্ষা করতে এ গিয়ে এলে প্রতিপক্ষরা পঙ্গু লিমন, তার মা হেনোয়ারা বেগম, তার ভাই সুমনকে মারধর করে এবং লিমনের বাবার পকেটে থাকা ১০ হাজার টাকা, সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে লিমনের বাবাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে প্রাথমিক চিকিসা দিয়ে রাতে বরিশাল প্রেরণ করা হয় এবং লিমনসহ অন্য আহতরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মূল অভিযুক্ত ইব্রাহিম হাওলাদারের মতামত পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা (মামলা রেকর্ড) নেয়া হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তথ্য ও ছবি: পিরোজপুর টাইমস।