মালয়েশিয়াতে ৫০০ অবৈধ অধিবাসী গ্রেফতার

সোহেল আকন (মালয়েশিয়া প্রতিনিধি) মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে এক বড় আকারের অভিযানে চালাচ্ছে সেদেশের নিরাপত্তা বাহিনী অদ্য দুপুর ০২.০০ থেকে বিকাল .০০.টা পর্যন্ত কুযালালামপুরের কোতারায়া বাংলা মার্কেট থেকে বহু লোককে আনুমানিক ৫০০জনকে গ্রেফতার করা হয়েছে - যাদের একটা বড় অংশই বাংলাদেশি। গত ২০ তারিখ থেকে বিশেষ করে কুয়ালালামপুর শহরে পাছার চিনি, কোতারায়া , মসজিদ জামে, মসজিদ ইন্ডিয়া, হানিফা মার্কেট,পুডু সহ সারা কুয়ালালামপুর জুড়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই অভিযান চালানো হচ্ছে- কিন্তু গ্রেফতারকৃতদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানাতে পারেনি সেখানকার বাংলাদেশের দূতাবাস। মালয়েশিয়ায় গত তিন বছর ধরে বসবাসরত এক বাংলাদেশি শ্রমিক জানান সারাক্ষণ ভয়ের মধ্যেই কাজ করছেন তারা। অনেকে লুকিয়েও আছেন। তিনি শিক্ষার্থী হিসেবে মালয়েশিয়ায় আসলেও এখন অবৈধভাবে সেখানে বাস করছেন। কেন বৈধ হতে পারেননি তার কারণ হিসেবে এই বাংলাদেশি জানান- এজেন্সির কাছে ধরা খেয়ে অনেকে বৈধ হতে পারেনি। আর যাদের কোম্পানি বা কলেজ থেকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে তারাও বৈধ হতে পারেনি তিনি আরো জানান, মালয়েশিয়ার সরকার আরেকটা সুযোগ দিলে সেটা কাজে লাগানোর চেষ্টা করবে অনেকে। তবে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে আবেদনের সময়সীমা নতুন করে বাড়ানো হবে না।