যানবাহনের দখলে ভাণ্ডারিয়ার পোনা সেতু !

ভাণ্ডারিয়া প্রতিনিধি: গাড়ির স্টাাণ্ড পার্কিং এর কারণে দূর্ভোগ চরমের উঠেছে। বরিশাল-ভান্ডারিয়া-মঠবাবাড়িয়া ৪৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের এ বেইলী সেতুর ওপর ইজিবাইক,মাহিন্দ্র গাড়ি ও রিকশা পার্কিং করে যাত্রী ওঠানামা করায় যানজটসহ চরম দূর্ভোগের সৃষ্টি হচ্ছে । প্রায়শই এ সেতুর ওপর ঘটছে দূর্ঘটনা । প্রশাসনের নাকের ডগায় সেতুর ওপর যানবাহনের স্ট্যান্ড স্থাপনে জনমনে ক্ষোভের সৃষ্টি হলেও দেখার কেউ নেই। স্থানীয়রা জানান, আঞ্চলিক মহা সড়কের ভান্ডারিয়া শহর সংলগ্ন পোনা নদীর ওপর অবৈধভাবে গাড়ির স্টান্ড গড়ে উঠলেও তা অপসারণে কোন প্রশাসনিক উদ্যোগ নেই। এছাড়া শহরের ভুবনেশ্বর সেতু দখল করে যানবাহনের স্টান্ড গড়ে তোলা হয়েছে। ফলে সেতু দিয়ে পথচারীদের চলাচল ও দুরপাল্লার যানবাহন পাড়াপাড়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ইজিবাইক চালক মো: আলম মিয়া বলেন, তাদের গাড়ির নির্ধারিত স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে সেতুর ওপর যাত্রী ওঠা নামা করতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী বলেন, সেতুর ওপর গাড়ি পার্কিং সম্পূর্ন অবৈধ। শীঘ্রই এ স্ট্যান্ডটি বিকল্প স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।