নোয়াখালী প্রেসক্লাবে নবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাইফুল ইসলাম জেলা সংবাদদাতা, নোয়াখালী। নোয়াখালী প্রেসক্লাবে নবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে দৈনিক সংগ্রামের উদ্দ্যোগে উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা উপদেষ্টা শিক্ষাবিদ ইসহাক খোন্দকার (বিএসসি) প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডঃ মুহাম্মদ আমীনুল্লাহ।

 

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গোরাপুর ইসলামি ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মেজবান উদ্দিন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা সংবাদদাতা ডাঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে দৈনিক সংগ্রামের সদর উপজেলা সংবাদদাতা মাওলানা আবু তাহেরের সন্চালনায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ পারভেজ, শাহ এমরান মোঃ ওসমান সুজন সেক্রেটারি আবু নাছের মন্জু, সহ-সম্পাদক আকবর হোসেন সোহাগ, সহ-সম্পাদক এ.আর আজাদ সোহেল, কোষাধ্যক্ষ আলা উদ্দিন শিবলু, হযরত মোহাম্মদ (সাঃ) জীবনী নিয়ে বক্তব্য দেন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক সফল বার্তার সম্পাদক লিয়াকত আলী খান, ৭১ টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি সাইফুল্ল্যাহ কামরুল সহ নোয়াখালী জেলা, উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ত