শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম কে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দিবেন -প্রধানমন্ত্রী
শফিক আজাদ: প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে।
আগামী ৩১ অক্টোবর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২১ এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এর শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, করোনা মহামরীর কারণে এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়নি